দিনাজপুরের ৭ উপজেলায় আ.লীগের নতুন মুখ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০১:০৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

দিনাজপুরে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে পরাজয়ের পর এবার ১৩ উপজেলার ৭টিতে প্রার্থী পরিবর্তন করা হয়েছে। দ্বিতীয় দফায় দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় আগামী ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দিনাজপুরে এবার সদর, কাহরোল, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, ফুলবাড়ী, খানসামা উপজেলায় প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। এ ৭ উপজেলার নতুন প্রার্থীরা হলেন- সদর উপজেলার কোতয়ালি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান একেএম ফারুক, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম মোস্তাফিজুর রহমান, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী সরকার, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসানুল হক, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আতাউর রহমান মিল্টন ও খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফিউল আযম চৌধুরী।

এছাড়া বাকি ৬ উপজেলায় পুরাতন প্রার্থীদেরকেই রেখেছে আওয়ামী লীগ। এরা হলেন- বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আমিনুল ইসলাম, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামানিক, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. পারভেজ কবির, হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. হারুন উর রশিদ ও ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা।

পুরাতনদের মধ্যে বীরগঞ্জ উপজেলার মো. আমিনুল ইসলাম ও বিরামপুর উপজেলার মো. পারভেজ কবির বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে রয়েছেন।

জানা যায়, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের ১৩টি উপজেলা পরিষদে আওয়ামী লীগের ভরাডুবি হয়। বির্নাচনে বিএনপি ৮টি, জামায়াত ২টি ও আওয়ামী লীগ ৩টিতে বিজয়ী হয়।

এবার বিএনপি নির্বাচন না করার ঘোষণা দিয়েছে। তবে বিএনপির একাধীক সূত্র জানিয়েছে, দিনাজপুরে বিএনপি-জামায়াতের প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। যদি তাই হয় তাহলে দিনাজপুরে উপজেলাগুলো উদ্ধার করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।