ট্রেনের নিচে ঝাঁপ দিল মাদরাসা ছাত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

যশোরের শার্শা উপজেলায় খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাজনীন আক্তার তৃষা (১৫) নামে এক মাদরাসা ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার নাভারনের যাদবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত তৃষা উপজেলার নাভারনের যাদবপুর গ্রামের আবু জাফরের মেয়ে এবং নাভারন মহিলা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি নাভারনে আসার সময় ১০টার দিকে তৃষা ট্রেনটির সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত তৃষার মা বলেন, আমার মেয়ে সকালে মাদরাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পরে খবর পাই আমার মেয়ে আর নেই।

এলাকাবাসী জানান, সকালে মায়ের সঙ্গে তৃষার কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে মাদরাসায় যাওয়ার পথে সে আত্মহত্যা করেছে।

যশোর জিআরপি থানার এসআই আব্দুল আলিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জামাল হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।