‘এক মিনিটের মধ্যে না গেলে মেরে ফেলব’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২১ পিএম, ০৫ মার্চ ২০১৯
ফাইল ছবি

বনের গাছ কাটতে বাধা দেয়ায় গাজীপুরে এক বন কর্মকর্তাকে পিটিয়ে হত্যার হুমকি দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা মো. আব্দুল মান্নান মঙ্গলবার শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

বিট কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, শ্রীপুর উপজেলার নোয়াগাঁও মৌজায় রাজেন্দ্রপুর উচ্চবিদ্যালয় সংলগ্ন বনের গেজেটভুক্ত জমির গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় ঘটনাস্থলে স্থানীয় রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন ও স্কুলের প্রধান শিক্ষক মো. আলী আসকর মাস্টারসহ ২০-২৫ জন লোক উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বন বিভাগের জমি থেকে গাছ কাটতে নিষেধ করায় ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় চেয়ারম্যান বলেন, এক মিনিটের মধ্যে এখান থেকে না গেলে মেরে ফেলব। সেই সঙ্গে আমার সঙ্গে থাকা বন বিভাগের লোকজনকে পিটিয়ে মেরে ফেলার হুমকি দেন তিনি। বনের জমিতে থাকা সরকারি বিট অফিসের স্থাপনা ভেঙে ওখানে অবৈধ বহুতল স্থাপনা তৈরি করবেন বলেও হুমকি দেন চেয়ারম্যান।

বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আতাউল মজিদ জানান, বিষয়টি তিনি জেনেছেন এবং ডিএফওসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

এ ব্যাপারে রাজাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, বিট কর্মকর্তাকে কোনো ধরনের হুমকি দেয়া হয়নি। বিদ্যালয়ের জমিতে সরকারি ভবন হবে। তাই বিদ্যালয়ের জমিতে থাকা গাছ কাটা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।