আ.লীগ প্রার্থীর অভিযোগে ইউএনও ও ওসি প্রত্যাহার
নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনির হোসেন এবং পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মাদ শহিদুর রহমান স্বাক্ষরিত পত্রে এই নির্দেশ দেয়া হয়। জেলা ও পুলিশ প্রশাসন এই ঘটনার সত্যতা স্বীকার করেছে।
রিটার্নিং কর্মকর্তা সূত্র জানায়, গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম সরকার জাহিদ নির্বাচন কমিশনে অভিযোগ করেন গুরুদাসপুরের ইউএনও ও ওসি বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন যা তাদের ওপর অর্পিত দায়িত্বের পরিপন্থী। এর স্বপক্ষে তিনি ইউএনও এবং ওসির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার কিছু ছবি সংযোজন করেন।
পরে নির্বাচন কমিশনের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের প্রত্যাহারের চিঠি সন্ধ্যায় ফ্যাক্সযোগে পাঠিয়ে দেন।
নাটোরের জেলা প্রশাসক মোহাম্মাদ শাহ রিয়াজ এবং পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম/এফএ/জেআইএম