বনের জমি রেজিস্ট্রির দায়ে ১৫ দলিল লেখকের সনদ বাতিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৮ মার্চ ২০১৯

বন বিভাগের জমি রেজিস্ট্রি কাজে সহায়তার দায়ে গাজীপুরের শ্রীপুরে সাব রেজিস্ট্রি অফিসের ১৫ দলিল লেখকের সনদ বাতিল করেছে গাজীপুর জেলা রেজিস্ট্রার। একইসঙ্গে গত জানুয়ারি মাসে অবসরে যাওয়া সাব- রেজিস্ট্রার সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধেও দুর্নীতির সত্যতা পাওয়া গেছে।

সম্প্রতি তদন্তে তাদের বিরুদ্ধে এসব দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় গত ৭ মার্চ তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।

সনদ বাতিলের দলিল লেখকরা হলেন- দলিল লেখক সমিতির সভাপতি শাহজাহান মন্ডল, হাকিম ফরাজী, সাগর মন্ডল গফুর, হারুন অর রশীদ, জাকারিয়া মন্ডল, শফিকুল ইসলাম, মজিবুর রহমান, হাদিউল ইসলাম, আজিজ চৌধুরী, শফিকুল, কাজল মিয়া, সাইফুল ইসলাম, মো. কামরুজ্জামান, ইব্রাহিম খলীল ও ইমদাদুল হক।

গাজীপুর জেলা রেজিস্ট্রার মোকলেসুর রহমান জানান, গত ৩০ জানুয়ারি সাব-রেজিস্ট্রার নজরুল ইসলাম অবসরে যাওয়ার পর সরকারি জমি রেজিস্ট্রিসহ বিভিন্ন অভিযোগে প্রধান নিবন্ধক কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ১৫ দলিল লেখকের বিরুদ্ধে বন বিভাগের গেজেটভুক্ত জমির দলিল রেজিস্ট্রি কাজে সহায়তা ও সরকারি রাজস্ব আত্মসাৎসহ রাষ্ট্রীয় কাজে বাধাপ্রদানের অভিযোগ প্রমাণিত হয়। পরে তাদের সনদপত্র বাতিল করা হয়।

এছাড়া অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার সৈয়দ নজরুল ইসলামের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তবে রেজিস্ট্রি সম্পন্ন হওয়া গেজেটভুক্ত দলিল বাতিল করা হবে কিনা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

শিহাব খান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।