নাটোরে মার্কেটে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৯ মার্চ ২০১৯

নাটোর শহরের উত্তরা সুপার মার্কেট সংলগ্ন আইবিএস মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ জানান, নাটোর শহরের আলাইপুর এলাকার উত্তরা সুপার মার্কেট সংলগ্ন আইবিএস মার্কেটের একটি ব্যাগের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা অন্য গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে বেলা ১১টা ১৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

Natore-fire-pic-01-(4)

তিনি আরও জানান, আগুনে ব্যবসায়ী ফরমান খান চৌধুরী সৈকতের দুটি গোডাউনসহ মোট তিনটি গোডাউন ভস্মীভূত হয়। এসব গোডাউনে ব্যাগ, বিভিন্ন প্রসাধনী এবং পাইপ রাখা ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও নির্ণয় করতে পারেনি ফায়ার সার্ভিস।

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।