পা পিছলে ট্রাকের নিচে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৯ মার্চ ২০১৯
প্রতিকী ছবি

নাটোরের সিংড়া উপজেলার শেরকোলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদ রানা (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা বগুড়া জেলার শিবগঞ্জের রফিকুল ইসলামের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ এসআই মোজাম্মল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাসুদ রানা একটি ট্রাকযোগে বগুড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শেরকোল এলাকায় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন। পরে চলন্ত ওই ট্রাকে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মাসুদ রানা।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের লোকজন পৌঁছালে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।