শ্রীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার ভিডিও করায় শ্রীপুর উপজেলা মাইটিভির প্রতিনিধি ও শ্রীপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম সোহেল রানার ওপর হামলার ঘটনা ঘটনায় মামলা করা হয়েছে।
সোমবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম খন্দকারকে প্রধান আসামিসহ করে ২০ জনের নামে এ মামলা করা হয়। মামলাটি করেন হামলায় আহত সাংবাদিক সোহেল রানা। মামলায় আরও ১২-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সাংবাদিক সোহেল জানান, বেশ কিছু যুবক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের বাড়িতে হামলা চালায়। হামলার ভিডিও করার সময় আমার ওপর গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফাহিম খন্দকারের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য আমাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার সমর্থনে নির্বাচন করার কারণে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফাহিম খন্দকার আমার বাড়িতে হামলা চালায়।
এদিকে, সাংবাদিকের ওপর হামলার পর ফুঁসে উঠেছে শ্রীপুর সাংবাদিক সমাজ। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
শিহাব খান/এএম/এমকেএইচ