নির্বাচনে জয়ী হয়ে হাসপাতালে ছুটলেন ছাত্রলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২৬ মার্চ ২০১৯

২৪ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে শেষ হয় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে রোগীদের দেখতে হাসপাতালে ছুটে গেলে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী।

হাসপাতালে ছুটে গিয়ে রোগীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিয়েছেন রোগীদের খোঁজখবর। তার এমন মানবপ্রেমী কর্মকাণ্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে হঠাৎ করে নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় বিভিন্ন ওয়ার্ডে ভর্তিরত রোগীদের সঙ্গে দেখা করেন ও খোঁজ-খবর নেন তিনি। রোগীদের ও স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বিষয় নিয়ে চিকিৎসকের সঙ্গেও কথা বলেন আসাদুজ্জামান চৌধুরী।

আসাদুজ্জামান চৌধুরী গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা। ছাত্র রাজনীতির সময় থেকেই তিনি অসহায়, নির্যাতিত মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন।

সদ্য সমাপ্ত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি (টিয়া পাখি) প্রতীক নিয়ে ৮ হাজার ৩৯৩ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুর রহমান মন্ডল।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সন্ত্রাস, মাদক ও দুর্নীতি রোধে ভূমিকা রেখেছেন তিনি। জীবনে অনেক নেতা ও জনপ্রতিনিধি দেখেছি। যারা নির্বাচিত হয়ে বাসা থেকে বের হওয়া তো দূরের কথা, কয়েকদিন কারও সঙ্গে দেখাই করেন না। কিন্তু এক্ষেত্রে আসাদুজ্জামান চৌধুরী ভিন্ন মাপের একজন মানুষ। রোববার নির্বাচনে জয়লাভের পর আজই হাসপাতালে গেছেন রোগীদের খোঁজখবর নিতে। বাস্তবে তার চিন্তা-ভাবনা সাধারণ জনগণকে ঘিরে। আমরা পাশে থেকে তাকে সব কাজে সহযোগিতা করতে চাই।

নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। উপজেলা নির্বাচনে জয়লাভের মাধ্যমে জনগণ আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন। শুধু সাধারণ মানুষ নয়, সুখে-দুঃখে সবার পাশে থাকতে চাই আমি। প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়নমূলক কাজগুলো স্থানীয় এমপি, রাজনৈতিক নেতাকর্মীসহ সবাইকে সঙ্গে নিয়ে করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই।

রুবেলুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।