শ্বশুর বাড়ির গাছে জামাইয়ের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৪৮ পিএম, ৩০ মার্চ ২০১৯
প্রতীকী ছবি

শ্বশুর বাড়ির গাছ থেকে জামাই আব্দুল মোমিনের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে বগুড়ার ধুনট উপজেলার বিলকাজুলী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোমিন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আশরাফ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মোমিন বিলকাজুলী গ্রামের গোলাম হোসেনের মেয়ে মরিয়ম খাতুনকে প্রায় ৯ বছর আগে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে রয়েছে। আব্দুল মোমিন প্রায় ৭ বছর আগে স্ত্রী ও সন্তান নিয়ে বিলকাজুলী গ্রামে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করতো।

এ অবস্থায় শনিবার সকাল ৬টার দিকে মোমিনের মরদেহ শ্বশুর বাড়ির গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

ধুনট থানা পুলিশের ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। আব্দুল মোমিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লিমন বাসার/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।