ঝড়ে নিখোঁজ দুইজনের লাশ ভেসে উঠল পদ্মায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:০২ পিএম, ০২ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

মানিকগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পৃথক ঘটনায় নিখোঁজ পাঁচজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পদ্মা নদীতে মরদেহ ভেসে উঠলে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে উদ্ধার কাজ চলছে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, সকাল ১০টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে আধা কিলোমিটার দূরে নিখোঁজ ইয়াদ আলী এবং প্রায় পনের কিলোমিটার দূরে চাঁন মিয়ার মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহ দুটি উদ্ধার করে হরিরামপুর ও শিবালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, হরিরামপুরে পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

প্রসঙ্গত, রোরবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকায় ইয়াদ আলী ও চাঁন মিয়া নামে দুই কৃষি শ্রমিক নিখোঁজ হন। একই সময় হরিরামপুর উপজেলার ধুলসূড়া এলাকায় পদ্মা নদীতে পাথর বোঝাই একটি ট্রলার ডুবিতে নাসির খান (৪২) ঈসমাইল খান (৫০) ও কলিম খান (৪৯) নামে তিনজন নিখোঁজ হন। তাদের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা গ্রামে।

বি.এম খোরশেদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।