ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে শিশুর করুণ মৃত্যু
নাটোরে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে সাথী খাতুন এক শিশু নিহত হয়েছে। সে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের লক্ষীপুর এলাকার মজনু মিয়ার মেয়ে। এসময় অন্তত ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাছপালা ভেঙে পড়ার কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
এদিকে, উত্তরা গণভবনের সামনে মরা গাছ পড়ে বিদ্যুৎলাইনের তার ছিঁড়ে বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুরসহ বিভিন্ন উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এসময় মজনু মিয়ার মেয়ে সাথী খাতুন আম কুড়াতে যায়। এসময় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়লে ঘটনাস্থলেই সাথী মারা যায়। এছাড়া ঝড়ে নলডাঙ্গা উপজেলায় অন্তত ২০টি বাড়ির টিনে চালা উড়ে গেছে। বড় বড় গাছ বাড়ির ওপর উপড়ে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঝড়ে বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সেই বিষয়ে কিছুই জানাতে পারেনি পল্লী বিদ্যুৎ সমিতি।
রেজাউল করিম রেজা/এমএএস/এমএস