সঙ্গে হেরোইন রাখায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৯
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা থানায় নিজ হেফাজতে হেরোইন রাখার দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল হোসেন (২৫) ভেড়ামারা উপজেলার বিত্তিপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। রায় দেয়ার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর দুপুরে র্যাব-১২ সিপিসি-২ পাবনার টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি সীমান্ত থেকে আলহাজ্ব পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসে মাদকদ্রব্য নিয়ে ভেড়ামারার দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বাস থামিয়ে তল্লাশি চালিয়ে রুবেলের দেহ থেকে ৭৮৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ব্যাপারে র্যাব-১২ সিপিসি-২ পাবনার ডিএডি আবুল হাসান শেখ বাদী হয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন কুষ্টিয়া কোর্টের পাবলিক প্রসিকিউট (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এবং আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সুব্রত চক্রবর্তী।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।