২২ জনকে কামড়াল এক কুকুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০৮ এপ্রিল ২০১৯

নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় পাগলা কুকুরের কামড়ে ২২ জন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এলাকাবাসী ও আহতরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে মাইজদী বাজারের আল আমিন মাদরাসা এলাকায় একটি পাগলা কুকুর পথচারীদের এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে নতুন জেল রোড এলাকায় কুকুরটি স্থানীয়দের ওপর আক্রমণ করলে তারা ধাওয়া করে কুকুরটিকে কৃষি উন্নয়ন করপোরেশন অফিস এরিয়ায় নিয়ে যায়। সেখানে পিটিয়ে কুকুরটিকে মেরে ফেলা হয়।

নোয়াখালী জেনারেল হাসাপাতালের ডিউটি ডাক্তার মাসুদুর রহমান জানান, কুকুরের কামড়ে আহতের মধ্যে কয়েকজনের অবস্থা মারত্মক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় গেলেও পরে এসে ইনজেকশন নিতে হবে।

মিজানুর রহমান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।