গাজীপুরে ১৬টি ঝুট ও সুতার গুদামে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:২০ এএম, ১৪ এপ্রিল ২০১৯

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির দেওলিয়া বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ১৫টি ঝুট গুদাম পুড়ে গেছে। অপরদিকে জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলের সুতার গুদামেও আগুন লেগেছে।

কেয়া স্পিনিং মিলের গুদামে শনিবার রাত ১১টার দিকে লাগে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, জয়দেবপুর, কালিয়াকৈর, সাভার ইপিজেডসহ বিভিন্ন ফায়ার স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের কোনো তথ্য ও আগুন লাগার কারণ জানা যায়নি।

অপরদিকে কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির দেওলিয়া বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে ১৫টি ঝুট গুদাম পুড়ে গেছে।

fire

শনিবার রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ আগুনে স্থানীয় রমিজ উদ্দিন, সান্টু, আলমগীর, খোকন, মামুন, সাইফুল, আবুল কালাম ও আয়নালসহ ১০জন মালিকের ১৫টি গুদাম ও গুদামে থাকা সব ঝুট ও মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কালিয়াকৈর, ডিবিএল,জয়দেবপুর এবং সাভারের ইপিজেড ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের কর্মীরা একযোগে কাজ করে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মো. আমিনুল ইসলাম/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।