গাজীপুর প্রেসক্লাব নির্বাচনে মুজিবুর সভাপতি, রিপন সম্পাদক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:০২ পিএম, ২০ এপ্রিল ২০১৯

গাজীপুর প্রেস ক্লাবের ২০১৯-২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন শনিবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মো. মুজিবুর রহমান (দৈনিক ইত্তফাক) সভাপতি ও শাহ সামসুল হক রিপন (দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন (দিনকাল), সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম (গণমুখ), যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার (বাংলাভূমি), সাংগঠনিক সম্পাদক হাসমত আলী (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল (মুক্ত বলাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি), দপ্তর সম্পাদক সিরাজ উদ্দিন (আজকের জনতা), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন (গাজী টিভি), নির্বাহী সদস্য অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), রুহুল আমীন (খবর), মো. আমিনুল ইসলাম (জাগোনিউজ২৪.কম), শরীফ আহমেদ শামীম (কালের কণ্ঠ), বেলাল হোসেন (স্বাধীন মত), আব্দুর রহমান (বিটিভি) ও মিলটন খন্দকার (আমাদের অর্থনীতি)।

ভোটগ্রহণ শেষে বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমান ফলাফল ঘোষণা করেন। এসময় গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন ও নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার কাজী মোসাদ্দেক হোসেন, কমিশনার সাব্বির আহমেদ রুবেল ও সুশীল চন্দ্র পাল উপস্থিত ছিলেন।

দুপুরে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, গাজীপুর বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনজুর মোর্শেদ প্রিন্স নির্বাচনের কার্যক্রম পরিদর্শন করেন। নির্বাচনে ৮২ জন ভোটারের মধ্যে ৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।