শ্রীপুর পৌর কাউন্সিলর শাহজাহান মন্ডল গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০১:১৭ এএম, ২৩ এপ্রিল ২০১৯

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহজাহান মন্ডলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার সন্ধ্যায় পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তিনি শ্রীপুর স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লিখক সমিতির সভাপতি।

গাজীপুর জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আফজাল হোসেন জানান, নির্বাচনপরবর্তী সময়ে পৌর এলাকার উজিলাব গ্রামে স্কয়ার কারখানার সামনে ভাঙচুর সংক্রান্ত মামলার এক নম্বর আসামি ও পল্লী বিদ্যুতের অপর একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

শিহাব খান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।