দ্রুতগতিতে বাস সাইড করতে গিয়ে হেলপার নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৮ এপ্রিল ২০১৯

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তিতাস পরিবহনের বাসচালক বিল্লাল হোসেনের অসাবধানতায় ফারুক হোসেন (২৮) নামের একই বাসের হেলপার নিহত হয়েছেন।

রোববার সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের আড়িখোলা এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় ওই গাড়ির এক নারী যাত্রী আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়ি গ্রামের মোহাম্মদ হোসেন খানের ছেলে। চালক লক্ষ্মীপুর সদর উপজেলার মিরাপুর গ্রামের মৃত আমিনুল্লাহর ছেলে।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবুবকর মিয়া বলেন, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস পরিবহনের একটি বাস টঙ্গী-কালীগঞ্জ সড়কের আড়িখোলা এলাকায় পৌঁছায়। এ সময় চালক দ্রুতগতিতে বাসটি সাইড করতে যান। এতে রাস্তার পাশের মার্কেটের বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাস ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

আব্দুর রহমান আরমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।