কারখানার গরম পানিতে প্রাণ গেল শ্রমিকের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৯

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মুলাইদ গ্রামে আদিব গ্রুপের ওয়েলটেক্স কারখানার ডাইং সেকশনের গরম পানিতে ঝলসে যাওয়া শ্রমিক ইসরাফিল মারা গেছেন। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কারখানার ডাইং সেকশনের ব্যবস্থাপক হাফিজুর রহমান। এ ঘটনায় হামিদুল নামে আরও এক শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শ্রমিক ইসরাফিল মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি ওয়েলটেক্স কারখানায় ডাইং সেকশনের অপারেটর পদে চাকরি করতেন।

কারখানার ডাইং সেকশনের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, রোববার ডাইং মেশিনের ঢাকনা খোলার সময় উত্তপ্ত গরম পানি ওই ইসরাফিল ও হামিদুলের শরীরের ওপর এসে পড়ে। এতে তাদের শরীরের কিছু অংশ ঝলসে যায়। তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান ইসরাফিলের শরীরের ৮০ শতাংশ ও হামিদুলের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ইসরাফিলের মৃত্যু হয়।

শিহাব খান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।