বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৩ মে ২০১৯
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের শামলাপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী রফিকের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

নিহত জিয়াউল হক (২৩) থাইয়ংখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে বসবাসকারী হামিদুল হকের ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, জিয়াউল হক শ্রমিক হিসেবে কাজ করতে মৌলভী রফিকের বাড়িতে যান। অসাবধানতাবশত বাড়ির ছাদের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনিক অনুমতি সাপেক্ষে মরদেহ হস্তান্তরের উদ্যোগ চলছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।