ভোরের কাগজের চাটখিল প্রতিনিধি আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ০৬ মে ২০১৯

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রেসক্লাবের সদস্য ও ভোরের কাগজের চাটখিল উপজেলা প্রতিনিধি নাছির উদ্দিন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তিনি মারা যান।

মৃত্যুকালে নাসির উদ্দিন স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মোহাম্মদ উল্ল্যার ছেলে এবং জাসদ রব চাটখিল পৌরসভার সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বুকের ব্যথা অনুভব করলে নাসিরকে স্থানীয় ডাক্তার দ্রুত ঢাকা নেয়ার পরামর্শ দেন। এরপরই তাকে ঢাকা নেয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছলে মারা যান।

তরুণ সাংবাদিক নাসির উদ্দিনের মৃত্যুতে সকল সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

মিজানুর রহমান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।