বোর্ডকে চ্যালেঞ্জ করলো ৩ বিষয়ে এ-প্লাস পাওয়া ইতি
স্যার ভালো করে খাতা দেখলে আমরা ফেল হওয়ার কথা না। আমি পাস করব। আমি ভালো পরীক্ষা দিয়েছিলাম। ফেল হবে কেন? ভালো করে খাতাই দেখেননি স্যার, বা কোথাও কোনো ভুল হয়েছে। সেজন্য আমাকে ফেল দেখিয়েছে। জাগো নিউজকে এসব কথা জানায় চলতি এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থী ফারজানা সুলতানা ইতি।
সোমবার ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিষয়ে এ-প্লাস, তিনটি বিষয়ে এ মাইনাস পেয়েও জীববিজ্ঞান বিষয়ে ফেল করেছে ফারজানা সুলতানা ইতি। তবে ইতি জীববিজ্ঞান বিষয়ে ফেলের বিষয়টি মানতে নারাজ। বোর্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মঙ্গলবার খাতা কল করেছে এই শিক্ষার্থী।
যশোর শিক্ষাবোর্ডের অধীন সাতক্ষীরার তালা সদরের শহীদ আলী আহম্মদ বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ফারজানা সুলতানা ইতি। তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের মো. সেলিম সরদারের মেয়ে সে।
ইতির চাচা শিক্ষক কলিমউদ্দীন সরদার বলেন, ইতির ফেল করার কথা নয়। এছাড়া দৃঢ় মনোবল রয়েছে তার। পরীক্ষার খাতা আবার দেখলে পাস করবে ইতি। কোনোভাবেই ফেল হবে না সে। সেজন্য মঙ্গলবার মোবাইল মেসেজের মাধ্যমে খাতা কল করা হয়েছে। আমরা বিশ্বাস করি খাতা পর্যালোচনা করলে সে উত্তীর্ণ হবে।
এ বিষয়ে শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার জাগো নিউজকে বলেন, এখানে আমাদের কিছু করার থাকে না। মেয়েটি মেধাবী। ফেল করার কথা নয়। তবে ওই শিক্ষার্থী বোর্ডে আবেদন করলে বোর্ড কর্তৃপক্ষ নিরীক্ষার মাধ্যমে বিষয়টি নিয়ে পরবর্তীতে পুনরায় ফল প্রকাশের সুযোগ রয়েছে।
আকরামুল ইসলাম/এএম/পিআর