ঘুষের টাকা ফেরৎ চাওয়ায় গ্রহিতাকে পেটালেন সার্ভেয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ১৪ মে ২০১৯

নাটোরের বাগাতিপাড়ায় ঘুষের টাকা ফেরৎ চাওয়ায় মিজানুর রহমান নামে এক সেবা গ্রহিতাকে পিটিয়ে আহত করলেন ভূমি অফিসের সার্ভেয়ার। মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রুমে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমানকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ভি করা হয়েছে। তিনি বাগাতিপাড়া উপজেলার মালিগাছা গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

মিজানুর রহমানের অভিযোগ, ভূমি সংক্রান্ত আদালতের একটি মামলার তদন্ত প্রতিবেদন মিজানুরের পক্ষে দেয়ার কথা বলে এক হাজার টাকা ঘুষ নিয়েছিলেন সার্ভেয়ার আবু সায়েম। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও প্রতিবেদন না দিয়ে তা ঝুলিয়ে রেখেছেন। দীর্ঘদিনেও কাঙ্খিত সেবা না পেয়ে মঙ্গলবার সকালে ভূমি অফিসে গিয়ে সার্ভেয়ার আবু সায়েমের কাছে ঘুষের টাকা ফেরত চান মিজানুর। কিন্তু সাদা কাগজে স্বাক্ষর দেয়ার শর্তে টাকা ফেরত দিতে চাইলে দুজনের মধ্যে বিতণ্ডা বাধে। এক পর্যায়ে সার্ভেয়ার তার চেয়ার তুলে মিজানুরকে আঘাত করেন। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মিজানুর কক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন। আহতবস্থায় উদ্ধার করে ওই অফিসের অন্য কর্মচারীরা তাকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে ওই অফিসের অফিস সহায়ক মোফাখারুল ইসলাম বলেন, বিকট শব্দ ও চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে মিজানুরের মাথায় রক্ত ঝরতে দেখি। এ সময় আমিসহ কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাাতলে নিয়ে যাই।

বিষয়টি সম্পূর্ণ মিথ্যা দাবি করে অভিযুক্ত সার্ভেয়ার আবু সায়েম বলেন, সকালে অফিসে এসে লোকটি ঝামেলা শুরু করে। আমি তাকে মারি নাই। তিনি নিজেই টেবিলের গ্লাসের সঙ্গে মাথা লাগিয়ে এমনটা করেছেন।

এ ব্যাপারে ভূমি অফিসের এসিল্যান্ড ট্রেনিংয়ে আছেন জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দায়িঃ) উম্মুল বানীন দ্যুতি বলেন, ঘটনাটি আমি শুনেছি। একজন সরকারি কর্মচারী কখনই এমনটি করতে পারেন না। বিষয়টি সরেজমিনে গিয়ে দেখবো। অভিযোগ প্রমাণিত হলে সার্ভেয়ারের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম রেজা/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।