২৫ লাখ জাল ডলারসহ লাইবেরিয়ান নাগরিক আটক
গাজীপুরে সিটি কর্পোরেশনের মাস্টারবাড়ি এলাকা থেকে ২০ কোটি টাকা সমমূল্যের ২৫ লাখ জাল আমেরিকান ডলারসহ এক লাইবেরিয়ান নাগরিককে আটক করেছে র্যাব-১ সদস্যরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে ডলারসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোস্তফা আলী ওরফে জজ মাশাও (৪০)।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার আব্দুলাহ আল মামুন জানান, প্রায় এক মাস আগে স্থানীয় এক ব্যাংকারের সঙ্গে মোস্তফার ফেসবুকে পরিচয় হয়। তাদের চুক্তি মোতাবেক ওই ব্যাংকারকে আমেরিকান ২৫ লাখ ডলার সরবরাহের জন্য লাইবেরিয়ান নাগরিক মাশাও মঙ্গলবার গাজীপুরের মাস্টারবাড়ি এলাকায় অবস্থান করছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারবাড়ি এলাকায় গিয়ে র্যাব সদস্যরা অভিযান চালায় এবং মাশাওকে আটক করে। পরে তার কাছ থেকে ২০ কোটি টাকা সমমূল্যের আমেরিকান ২৫ লাখ জাল ডলার জাল ডলার তৈরির সামগ্রি জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওই র্যাব কর্মকর্তা আরও জানান, এক সপ্তাহ আগে মাশাও ওই ব্যাংকারকে জানান বিমানবন্দরে মাশাওয়ের আনা ডলারের ভোল্ট আটক করা হয়েছে। তা ছাড়তে ৭ লাখ টাকা প্রয়োজন। পরে ডাচ বাংলা একাউন্টের মাধ্যমে ওই টাকা পাঠালে মাশাও ওই টাকা তুলে নেয়। পরে ডলারের ভোল্ট দিয়ে টাকা নেয়ার জন্য মাস্টারবাড়ি এলাকায় গিয়েছিল মাশাও।
আমিনুল ইসলাম/এমএএস/এমএস