রূপগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ০৩ জুন ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার হরিনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার হরিনা এলাকার হেলাল উদ্দিনের ছেলে নুরুল ইসলাম এবং একই এলাকার মোছলেম বেপারীর ছেলে জাহাঙ্গীর বেপারী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, নুরুল ইসলাম ও জাহাঙ্গীর বেপারী উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে বলে পুলিশের কাছে খবর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ (সোমবার) সকালে উপজেলা হরিনা এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবারই তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

মীর আব্দুল আলীম/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।