ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১৭ জুন ২০১৯
প্রতীকী ছবি

দিনাজপুর-ঢাকা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের পাঁচবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম- অমিত হাসান ইমু (২৫)। তিনি দিনাজপুর শহরের মুন্সিপাড়া মহল্লার মো. আসলাম হোসেনের ছেলে এবং দিনাজপুর কেবিএম কলেজের বিবিএ ফাইনাল বর্ষের ছাত্র।

আহতরা হলেন- শহরের বালুবাড়ী মহল্লার কৃষ্ণ চন্দ্রের ছেলে শিলন চন্দ্র (২৩) ও একই এলাকার আব্দুর রহিমের ছেলে ইমন (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমু, শিলন ও ইমন মোটরসাইকেল যোগে মহনপুর আত্রাই নদীর রাবার ড্যামে গোসল করতে যাচ্ছিলেন। পথে পাঁচবাড়ী নামক স্থানে ঢাকাগামী একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অমিত হাসান ইমু মারা যান। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেছে।

দিনাজপুর কোতোয়ালী থানার ওসি মো. রেদওয়ানুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।