শ্রীপুরে টেক্সটাইল মিলে আগুন, দগ্ধ ৫

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ১২:২৯ এএম, ১৩ জুলাই ২০১৯

গাজীপুরের শ্রীপুরে নোমান শিল্প গ্রুপের জারবা টেক্সটাইল মিলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে আটজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রংপুরের গঙ্গাচরা উপজেলার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫), মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজ (৩০)। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন- কারখানার রক্ষণাবেক্ষণ অফিসার বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে কারখানার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খলিল মিয়া (২৪) ও বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে কারখানার ফায়ার অফিসার সিদ্দিকুর রহমান (৩৮)।

মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক জানান, গুরুতর দগ্ধ মিজান, সাইফুল, সজীব ও হাফিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

southeast

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রাসাদ পাল জানান, গ্যাসের অতিরিক্ত চাপের কারণে জেনারেটর রুমের পাশে গ্যাসলাইন ফেটে আগুন বের হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  এ দুর্ঘটনায় পাঁচজন দগ্ধ ও তিনজন আহত হয়েছেন।

এদিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শক করেছেন।

শিহাব খান/এনডিএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।