শিমুলিয়া ঘাটে চাপ বেড়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ০৯ আগস্ট ২০১৯

মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে।

শুক্রবার বেলা ১১টার পর থেকে যাত্রী ও যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. নাসির।

তিনি জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৫ শতাধিক যাত্রীবাহী গাড়ি পারের অপেক্ষায় আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়বে। গেল দুই দিন যাবত নদীতে তীব্র ঢেউ ও বৈরি আবহাওয়া থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল।

mu

লৌহজং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, লঞ্চঘাট ও সিবোট ঘাটে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে। তবে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যেকটি সিবোটে লাইফ জ্যাকেট রয়েছে। এদিকে লঞ্চেও অতিরিক্ত যাত্রী উঠতে দেয়া হচ্ছে না। গাড়ির পাশাপাশি ফেরিগুলো যাত্রীও পারাপার করছে।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটের পার্কিং ইয়ার্ডে পাঁচ শতাধিক প্রাইভেটকার ও বাস পারের অপেক্ষায় আছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী গাড়িগুলোকে আগে ফেরিতে উঠতে দেয়া হচ্ছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।