এমপি মুক্তিযোদ্ধা নন বললেন চেয়ারম্যান, প্রমাণ দিলো আ.লীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৯ আগস্ট ২০১৯

নরসিংদী-৩ (শিবপুর) আসনের আওয়ামী লীগের এমপি জহিরুল হক ভূঞা মোহনের মুক্তিযোদ্ধার প্রমাণ দিলো উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে এমপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এমপি জহিরুল হক ভূঞা মোহনের মুক্তিযোদ্ধার প্রমাণ উপস্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, গত সোমবার (২৬ আগস্ট) আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান সংবাদ সম্মেলনে শিবপুর আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন মুক্তিযোদ্ধা নন বলে দাবি করেছেন। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য এমন বক্তব্য দিয়েছেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ।

ভারত থেকে ট্রেনিং নিয়ে তৎকালীন মুক্তিযোদ্ধা থানা কমান্ডার আবদুল বাতেন এবং ডেপুটি কমান্ডার আবদুল হাই মাস্টারের তত্ত্বাবধানে ১৯৭১ সালের আগস্ট মাসে শিবপুরের উত্তর সাধারচর ক্যাম্প থেকে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নেন এমপি জহিরুল হক ভূঞা মোহন। এমপির নাম মুক্তিবার্তা লাল বই ও মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্ত রয়েছে। যার মাধ্যমে এমপির মুক্তিযোদ্ধার তথ্যের প্রমাণ পাওয়া যায়।

শিবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভুলুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হাই মাস্টার, আলমগীর মৃধা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বাতেন, ডেপুটি কমান্ডার মোতালিব খান, সহযোগী কমান্ডার বেলায়েত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূঞা ও যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সঞ্জিত সাহা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।