গাজীপুরে গাড়িচাপায় সিআইডি পরিদর্শক নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ১১:০৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৯
ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া (৪৯) নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১০টার দিকে ভোগড়া-ভুলতা (ঢাকা বাইপাস) সড়কে কালীগঞ্জের উলুখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশাররফ হোসেন ভূঁইয়া গাজীপুর সিআইডিতে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বড় মনোহরদী এলাকার মকবুলুর রহমানের ছেলে। তিনি ১৯৯৫ ব্যাচের কর্মকর্তা।

উলুখোলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রুপন চন্দ্র সরকার জানান , পরিদর্শক মোশাররফ হোসেন ভূঁইয়া নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল গাজীপুরে ফিরছিলেন। পথে বুধবার রাত পৌনে ১০টার দিকে কালীগঞ্জের উলুখোলা ব্রিজের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আব্দুর রহমান আরমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।