যশোরে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, এ নিয়ে দাঁড়াল ৭ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মেহেরুন নেছা (৪০) নামে এক নারী মারা গেছেন। তিনি মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সালামতপুর এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

গতকাল বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে তিনি মারা যান বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ নিয়ে যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

মেহেরুর নেছার দেবর ইসলাম মেম্বর সাংবাদিকদের জানিয়েছেন, গত ৬ সেপ্টেম্বর তার ভাবি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১০ সেপ্টেম্বর তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। এরপর ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্যে রেফার্ড করেন। ওইদিনই আমরা তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাই। ১১ সেপ্টেম্বর রোগীর অবস্থা কিছুটা ভালো থাকলেও পরদিন ডাক্তাররা তার আশা ছেড়ে দেন এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ওই দিনই আমরা সেখান থেকে রোগীকে বাড়ি নিয়ে আসার পথে রাতেই তিনি মারা যান।

মিলন রহমান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।