শিক্ষার্থীদের সন্ধ্যার পর পড়ার টেবিলে বসতে মাইকিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৩ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষার্থীদের বাসায় ফিরে পড়ার টেবিলে বসার জন্য মাইকিং করা হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে মঙ্গলবার সন্ধ্যায় সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দিনের পক্ষে এই মাইকিং করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যার পর শিক্ষার্থীরা যাতে বাইরে ঘোরাফেরা না করে বাসায় ফিরে পড়তে বসে তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগ সফল করার জন্য অভিভাবকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। সখীপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার বলেন, যে উদ্যোগটি নেয়া হয়েছে নিঃসন্দেহে তা প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ আরও আগেই নেয়া উচিত ছিল। ছাত্ররা যদি রাজনীতির পেছনে না ছুটে সময় মতো ঘরে ফেরে, তাহলে তারা মাদক থেকে দূরে থাকতে পারবে। এজন্য খেলাধুলা ও সংস্কৃতির চর্চা বাড়ানো জরুরি।

এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।