বাড়ির সামনে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৭ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

ভোলার মনপুরায় মো. আলাউদ্দিন মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীকে বাড়ির সামনে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আলাউদ্দিন মোল্লা একই এলাকার মো. মজিবুল হক মোল্লার ছেলে। তিনি স্থানীয় ফকিরহাট বাজারের ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ও সার-কীটনাশক ব্যবসায়ী।

মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফোরকান আলী জানান, রোববার রাতে ওই ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। রাত ১২টার দিকে চর ফয়েজউদ্দিন গ্রামে তার বাড়ির সামনে আসলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হত্যার বিষয়ে পুলিশ তদন্ত করছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

জুয়েল সাহা বিকাশ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।