ভোলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৯ অক্টোবর ২০১৯

ভোলায় পুকুরে ডুবে মো. আজমাইল (৭) ও মো. রাজীব (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ভেদুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল খালেক ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত রাজীব ওই এলাকার রফিক মিয়ার ছেলে। আজমাইল ঢাকার মিরপুর-১১ এর বাসিন্দা মো. বেলালের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে গ্রামে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিশু আজমাইল ও রাজীব খেলতে গিয়ে বাড়ির পুকুরে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ ধরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যার দিকে তাদের পুকুরে ভাসতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই শিশুদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জুয়েল সাহা বিকাশ/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।