সাতক্ষীরাগামী বাস থেকে ৮ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:৩৫ এএম, ১৭ অক্টোবর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের একটি বাস থেকে আট রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাদের আটক করে।

আটরা হলেন- নুর কলেমা, মিনারা বেগম, জহুরা, খুসনামা বেগম, রশিদা, রশিদউল্লাহ, কামাল ও মীর জাফর।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ঈগল পরিহনের একটি বাসে তল্লাশি চালিয়ে আট রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের দাবি তারা বেনাপোল যাচ্ছিল। আটকদের মধ্যে রশিদউল্লাহ একটু বাংলা বলতে পারেন। তিনিই সবাইকে গাইড করছিলেন। রশিদউল্লাহ ও নুর কলেমা স্বামী-স্ত্রী বলে তারা দাবি করেন।

রুবেলুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।