সেই বিপ্লব চন্দ্রের দুলাভাই ও চাচাতো ভাই নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ২২ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

ভোলার বোরহানউদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ম্যাসেঞ্জারে মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে অভিযুক্ত সেই বিপ্লব চন্দ্রের দুলাভাই বিধান মজুমদার ও চাচাতো ভাই সাগর নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় নিখোঁজ বিধানের বাবা বিনয় মজুমদার মঙ্গলবার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ বিধান ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার বাসিন্দা ও চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী। এবং সাগর তার দোকানের কারিগর।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটওয়ারী ওই দুজনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো বিধান ও সাগর তাদের দোকানে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা বাড়ি না ফেরায় বিধানের বাবা বিনয় মজুমদার একটি জিডি করেছেন। আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি।

জুয়েল সাহা বিকাশ/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।