৩৫০ বস্তা সরকারি চালসহ বাবা-ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৭ নভেম্বর ২০১৯

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির চালসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩৫৬ বস্তা চাল, চাল বিক্রির নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের শান্তিরবাজার এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- চাল ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম নুরু ও তার ছেলে ছগির হোসেন।

সরকারি চাল দোকানে বিক্রি হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের নেতৃত্বে শান্তিরবাজারে অভিযান চালানো হয়। এ সময় বাবা-ছেলেকে আটক করা হয়।

gov-rice

সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হোসেন জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা ৭টার দিকে উপজেলার শান্তিরবাজারে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় দরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচি লেখা বস্তা খুলে কয়েকজন অন্য নতুন বস্তায় চাল ভরছেন। এ সময় ৩৫৬ বস্তা চাল, নগদ দুই লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি চালের চার শতাধিক খালি বস্তা জব্দ করা হয়। এ চাল দরিদ্রদের কাছে বিক্রির জন্য। সরকারি নিয়ম অনুযায়ী ডিলারদের মাধ্যমে ১০ টাকা কেজি দরে এ চাল বিক্রি করতে হবে। অন্য কোথায়ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও জানান, এ চাল কোথা থেকে এলো এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনেক দিন ধরে আটকরা ১০ টাকা কেজির চাল কিনে বস্তা পরিবর্তন করে ব্যবসা করছেন বলে স্থানীয়রা জানান। অভিযানে আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।