নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ০৮ নভেম্বর ২০১৯
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নানার বাড়ি বেড়াতে এসে সাদিয়া আক্তার (৬) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নরসিংদী সদর উপজেলার চরভাসানিয়া থেকে তিন-চারদিন আগে মায়ের সঙ্গে মোল্লারচরে নানার বাড়ি বেড়াতে আসে সাদিয়া। তবে বৃহস্পতিবার সকাল থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায় না।

এক পর্যায়ে বাড়ির পাশে মৌলভীর পুকুরে পড়তে পারে শিশুটির নানা দেলোয়ারের এমন সন্দেহ হলে আড়াইহাজারের ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা বিকেলে ঘটনাস্থলে আসার পরই পুকুর থেকে সাদিয়ার মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির বলেন, পুকুরপাড়ে হাঁটতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্য হয়েছে।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।