‘বর্তমান সরকারের আমলে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ১৩ নভেম্বর ২০১৯

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এক সময় দেশে টাকা-পয়সা হরিলুট হয়েছে। মা-ছেলে মিলে এতিমের টাকা মেরে খেয়েছে। এখন সে অবস্থা নেই। আমরা জনগণের উন্নয়নের জন্য, তাদের সেবা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বর্তমান সরকারের আমলে দেশে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

বুধবার সকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর কর অঞ্চলের উদ্যোগে সেরা করদাতাদের সম্মাননা প্রদান ও চার দিনব্যাপী আয়কর মেলা-২০১৯ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণ কর দেন দেশের উন্নয়নের জন্য। এ করের টাকা যেন সৎভাবে ব্যয় হয় সেটা দেখতে হবে। কর দেয়ার ব্যাপারে জনগণের মধ্যে যে ভীতি রয়েছে আমরা যদি তাদের সঠিকভাবে বোঝাতে পারি তবে তাদের সে ভয় কেটে যাবে। জনগণ কর দিতে আগ্রহী হবে।

গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মো. আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্থানীয় সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আযাদ মিয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার সাদাত সরকার, গাজীপুর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আহসান উল্লাহ অন্তু প্রমুখ।

অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর জেলা এবং টাঙ্গাইল জেলার ২১ জন করদাতাকে সর্বোচ্চ, দীর্ঘমেয়াদি, তরুণ, পুরুষ ও নারী ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।