লবণের বাজারে অভিযান, ১৪ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৯ নভেম্বর ২০১৯

মৌলভীবাজারে অতিরিক্ত দামে লবণ বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত লবণের বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

একই সঙ্গে লবণের বাজার স্থিতিশীল রাখতে সদর উপজেলার কামালপুর বাজার, কাজির বাজার, বিশ্বরোড, শেরপুর, মৌলভীবাজার রোড, আফরোজগঞ্জ বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

molovibazar

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে শেরপুর বাজারে লবণের অতিরিক্ত নেয়ায় বিশ্বজিৎ ভ্যারাইটিজ স্টোরকে চার হাজার টাকা এবং তাহমিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলবে।

রিপন দে/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।