যশোর আ.লীগের সভাপতি মিলন সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৭ নভেম্বর ২০১৯

যশোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি, সম্পাদকসহ ২২ নেতার নাম ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে শহরের ঈদগাহ ময়দানে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দ্বিতীয় অধিবেশনে নেতাদের নাম ঘোষণা করেন।

ওবায়দুল কাদের জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক হিসেবে শাহীন চাকলাদার নাম ঘোষণা করেন। শহিদুল ইসলাম মিলন দ্বিতীয় বারের মতো সভাপতি এবং শাহীন চাকলাদার তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

Jashore-AL-comitee1

কমিটির বাকি সদস্যরা হলেন, সহসভাপতি আবদুল মজিদ, হায়দার গণি খান পলাশ, খয়রাত হোসেন, আবদুল খালেক, মোহাম্মদ আলী রায়হান ও গোলাম মোস্তফা। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম, আশরাফুল আলম লিটন ও মীর জহুরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী ও জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু। প্রচার সম্পাদক মহিউদ্দিন আহমেদ এবং সদস্য পদে ইসমাত আরা সাদেক, স্বপন ভট্টাচার্য্য, কাজী নাবিল আহমেদ, সাইফুজ্জামান পিকুল, শেখ আফিল উদ্দিন রণজিত কুমার রায় ও মেজর জেনারেল (অভ.) নাসির উদ্দিন।।

মিলন রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।