চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন : গোলাম দস্তগীর
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমাদের দেশের সকল রাস্তা উন্নত বিশ্বের মতো হবে। শুক্রবার বিকেলে কাঞ্চন-ছনপাড়া সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা বাস্তবায়ন করবোই। যে যত বড় ক্ষমতার অধিকারী হউক না কেন এ রাস্তাটি ৩০ ফুট চওড়া হবেই। আজকে চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। কৃষিখাতে উন্নয়ন হয়েছে, শিল্পখাতে উন্নয়ন হয়েছে। উন্নয়ন হয়েছে শিক্ষাখাতেও। এমন কোনো খাত নেই যেখানে বর্তমান সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কৃষি জমিতে শিল্প-কারখানা স্থাপন করা যাবে না। আমাদের অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক। যেখানে সেখানে শিল্প-কারখানা গড়ে তুলে কৃষি জমি নষ্ট করা হোক সেটা প্রধানমন্ত্রী চান না। এ কৃষি থেকেই খাদ্য চাহিদা মেটায়। খাদ্য চাহিদা বিশ্বে থাকবেই। চাহিদার সঙ্গে সঙ্গে বাজারও সম্প্রসারণ হচ্ছে। সেই ক্ষেত্রে একদিকে যেমন দেশে শিল্পায়ন প্রয়োজন। অপর দিকে কৃষি পণ্য প্রক্রিয়ার উপর জোর দিতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির কারণে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সারের জন্য এখন আর মানুষকে প্রাণ দিতে হয় না। ১০ টাকা দিয়ে কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন। কৃষি উৎপাদন বেড়েছে। বঙ্গবন্ধু যেমন কৃষকদের ভালো বাসতেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষকদের ভালোবাসেন। কৃষকদেরকে বসিয়েছেন সম্মানজনক আসনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হচ্ছে সার ও বীজ।
এসময় উপস্থিত ছিলেন, আরএফএল এর ম্যানেজিং ডিরেক্টর আর এন পল, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, উপজেলা ইঞ্জিনিয়ার এনায়েত কবির, সাইফুল ইসলাম, কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, গোলাম রসূল, এমায়েত হোসেন, মিনারা বাবুল প্রমুখ।
মীর আব্দুল আলীম/এমএএস/এমএস