ছয় তলা ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

যশোরের বেনাপোল বাজারে নির্মাণাধীন ছয় তলা ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় ছাদ থেকে পড়ে নাজিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নাজিম উদ্দিন ঝিনাইদহের কোটচাঁদপুর গ্রামের মুবারসেদের ছেলে। তিনি ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বেনাপোল বাজারে নির্মাণাধীন ছয় তলা রহমান চেম্বার বিল্ডিংয়ে ইলেকট্রিক মিস্ত্রি নাজিম উদ্দিনসহ ৪/৫ জন কাজ করছিলেন। হটাৎ করে তিনি ছয়তলার ছাদে থেকে তিন তলার ছাদের ওপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার এনাম উদ্দিন শিপন তাকে মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ডিউটি অফিসার এসআই নাজমুল হোসাইন জানান, মরদেহটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

জামাল হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।