মুরগির খাঁচায় ঢুকে মেছো বাঘ ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় মুরগি রাখার খাঁচায় ধরা পড়েছে একটি মেছো বাঘ। রোববার (৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার দাসের বাজার ইউনিয়নের লঘাটি গ্রামের অনাদি দাসের বাড়িতে মেছো বাঘটি ধরা পড়ে।

অনাদি দাসের প্রতিবেশী রিপন দাস জানান, ভোররাত ৪টার দিকে বসতঘরের বাহিরে রাখা হাঁস-মুরগির খাঁচায় শব্দ পেয়ে তিনি টর্চ লাইট দিয়ে দেখেন মেছো বাঘ ঘরের ভেতরে হাঁস খাচ্ছে। এ সময় বাড়ির লোকজনকে ডেকে এনে বাহির থেকে খাঁচার দরজা বন্ধ করে দেন। পরে পুলিশে খবর দেয়া হলে চারজন পুলিশ মেছো বাঘটিকে যেনো কেউ আঘাত না করতে পারে তার নিরাপত্তা দেন। পরে বড়লেখা রেঞ্জ কমর্কতা (সহযোগী) সেখর রঞ্জন দাস সকালে ঘটনাস্থলে পৌঁছে মৌলভীবাজার বন বিভাগকে খবর দেন ।

তিনি জানান, মৌলভীবাজার থেকে মেছো বাঘ উদ্ধারের খাঁচা নিয়ে আসলে মেছো বাঘটি উদ্ধার করা হবে এবং সুবিধামত জায়গায় অবমুক্ত করা হবে।

রঞ্জন দাস আরও জানান, মেছো বাঘটি প্রায় ২ ফুট লম্বা ও প্রস্থে ১ ফুট। সম্ভবত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়েছে। তার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রথমে তাকে প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। এরপর সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেয়া হবে।

রিপন দে/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।