বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১০ ডিসেম্বর ২০১৯

দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সোয়া ১টা থেকে তারা ওই সড়ক অবরোধ করে রেখেছেন। এতে চান্দনা চৌরাস্তা থেকে শিমুলতলী পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও শ্রমিকরা জানান, মহানগরীর স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ার্নস বাংলাদেশ লিমিটেড নামে দুটি কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিক কাজ করেন। তাদের গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন বকেয়া। বার বার সময় নিয়েও মালিক কর্তৃপক্ষ বেতন পরিশোধ করতে পারেনি। এ কারণে আজ দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে সড়কে অবরোধ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল সাড়ে ৩টায়ও অবরোধ চলছিল।

মো. আমিনুল ইসলাম/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।