এডিসি শফিউল্লাহ আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শফিউল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১১ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত তিনি মারা যাান।

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) হিসেবে গত ৪ এপ্রিল যোগদান করেছিলেন মো. শফিউল্লাহ। তিনি স্ত্রী ও দুই শিশু মেয়েসহ গাজীপুর জেলা শহরে ভাড়া বাসায় থাকতেন। সকাল সাড়ে ৮টার দিকে ভাওয়াল রাজবাড়ী মাঠে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

sofie

শফিউল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। তিনি ২৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগ দেন বলে জানা গেছে।

আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।