ফের নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি টিটু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:৫৪ এএম, ২২ ডিসেম্বর ২০১৯

উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে এলিট শ্রেণির ক্লাব হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচন। এ নির্বাচনে দ্বিতীয়বারের মত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের শ্যালক তানভির আহম্মেদ টিটু।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। ভোট গণনা শেষে রাতে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ফলাফল ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তানভির আহম্মেদ টিটু ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর মাহবুবুর রহমান মাসুম পেয়েছেন ৩১১ ভোট।

এদিকে ক্লাবের নির্বাচনে ১ হজার ১৪৫ জন ভোটারের মধ্যে ৮৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৮টি ভোট বাতিল ঘোষণা করা হয়েছে।

পরাজিত প্রার্থী মাহবুবুর রহমান মাসুম বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচিত সভাপতি তানভীর আহম্মেদ টিটুকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি তিনি আগামীতে সুন্দর একটা ক্লাব গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবেন। আমরা সকলেই তাকে সহযোগিতা করবো।

নির্বাচিত সভাপতি তানভির আহম্মেদ টিটু বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষে একটি নির্বাচন হয়েছে। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন তারা মেধা দিয়ে ক্লাব পরিচালনা করবেন। সে ভাবে আমরা যারা নির্বাচিত হয়েছি তারা সেভাবেই মেধা দিয়ে ক্লাব পরিচালনা করবো। সদস্যরা যেভাবে চাইবে সেভাবেই চলবে ক্লাব।

ক্লাবের নির্বাচনে ১১ পদের মধ্যে ইতোপূর্বে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১০ জন নির্বাচিত হওয়ায় এদিন শুধু সভাপতি পদের জন্য ভোটগ্রহণ করা হয়। এই পদের জন্য ভোটের লড়াইয়ে নেমেছিলেন নারায়ণগঞ্জের সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমান মাসুম এবং সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভির আহম্মেদ টিটু।

শাহাদাত হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।