আগুন পোহাতে গিয়ে নারীর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

গাজীপুরে আগুন পোহাতে গিয়ে মজিদা খাতুন (৬০) নামে এক নারী অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মাওনা ইউপির ৫নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শীতের তীব্রতা থেকে বাঁচতে বাড়ির উঠানে আগুন পোহাতে বসেন মজিদা খাতুন। এ সময় অসাবধানতাবশত তার কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বার্ণ ইউনিট না থাকায় পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান।

শিহাব খান/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।