ঘরের দেয়াল ধসে প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯
ফাইল ছবি

কক্সবাজারের রামুতে নির্মাণাধীন মাটির ঘরের দেয়াল ধসে তৈয়বা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন তার শাশুড়িসহ আরও দুইজন। শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়বা আক্তার ওই এলাকার মোহাম্মদ রুবেলের স্ত্রী।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ জানান, আবদুস ছালামের নির্মাণাধীন মাটির বসতঘরের দেয়াল আকস্মিকভাবে ধসে পড়ে। এতে তার পরিবারের তিন সদস্য মাটির নিচে আটকে যান। পরে আশপাশের লোকজন তার পুত্রবধূ তৈয়বাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এছাড়াও আবদুস ছালামের স্ত্রী আরেফা আকতার (৪৪) ও তাদের আত্মীয় রেহেনা আক্তারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।