দেড় লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৪১ এএম, ০৬ জানুয়ারি ২০২০

কক্সবাজারের টেকনাফের হ্নীলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলার জাদিমোরা ওমর খাল ব্রীজের উত্তর পশ্চিমে খোলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও তাদের আটক করে র‍্যাব।

আটকরা হলেন- টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক ডি-ব্লকের ২৭ নম্বর ক্যাম্পের পুরাতন রোহিঙ্গা ফজল হকের ছেলে আবদুল লতিফ (২২) ও একই ক্যাম্পের হোসেন আহমদের ছেলে জাবেদ ইকবাল (২১)।

র‍্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব জানান, হ্নীলার জাদিমোরা ওমর খাল ব্রীজের উত্তর পশ্চিমে খোলা মাঠ এলাকা দিয়ে ইয়াবার চালান ঢুকছে, এমন খবর পেয়ে অভিযানে যায় চৌকস দল। রাস্তার কিনারা ধরে অপেক্ষমান দুই যুবকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে তাদের দেখিয়ে দেয়া স্থান থেকে দেড় লাখ পিস ইয়াবার বিশাল চালান জব্দ করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করার কাজ চলছে।

সায়ীদ আলমগীর/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।